ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ০৫:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড় বাজার মাছের আড়তে অভিযান পরিচালনা করে ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। 

পরে অভিযানে তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪টি ফিক্সড ইঞ্জিন (খরা জাল) ও ২০টি রিং জাল অপসারণ করা হয়। নদীতে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিকারি বাঁধ উচ্ছেদ করা হয়। পরবর্তীতে এগুলো ধ্বংস করা হয়। এসময় থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে