ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ভাইয়ের হাতে ভাই খুন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ জুন ২০২৩ ০৬:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের হাতে অপর ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজী আব্দুল লতিফের ছেলে আব্দুল হামিদ কালা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকা বস্থায় নিজের নামে বাড়ীর অদূরে জায়গা ক্রয় করেন। দেশে এসে এসব জায়গা নিয়ে ভাইদের সাথে ভাগ -ভাটোয়ারা নিয়ে মত বিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়।
মঙ্গলবার ২৮ জুন ২০২৩ ইং, সকালে আব্দুল হামিদ কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তার ভাই আব্দুল জলিল, আরেক ভাই ফারুক মিয়া ও চাচাতো ভাই আব্দুল খালিক বাধাঁ দেয়। বাধাঁ না মানায় এ সময় তাকে জমিতেই পিঠিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দুইজন সৌদি প্রবাসী।
নিহতের ছেলে আপ্তাব মিয়া বলেন, আমার বাবা অসুস্থ মানুষ। আমার চাচাদের আপত্তিতে আব্বা অনেকদিন থেকে কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি।সকাল আব্বা জমিতে গেলে চাচারা সেখানেই আব্বাকে হত্যা করে। আমার বাবা হত্যার উপযুক্ত বিচার চাই।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর  হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।