ভোলার বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতা-কর্মীরা গত ৩১ জুলাই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচারের দাবি করেন।
মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ভোলা -৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলম। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারী এরশাদের অধীনে সেনাবাহিনী, পুলিশ ও বিজিপি (তৎকালীন বিডিআর) ছিল। তারপরও বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী এরশাদকে বিদায় করেছিল। কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তিনি আরও বলেন, ২০১৪ সালে এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সাথে প্রতারণা ও ভোট চুরি করে রাতের অন্ধকারে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগের সাথে জনগণ নেই।
ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আসিফ আলতাফ। সমাবেশেকেন্দ্রিয় বিএনপির নেতা হায়দার আলী লেলিনম, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান, হুমায়ুন কবির সোপান, হেলাল উদ্দিন, তরিকুল ইসলাম কয়েদ, মোঃ কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।