ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় বীরমুক্তি যোদ্ধা নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

মিজানুর রহমান-ভোলা প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ ১২:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ভোলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২৫ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাস। প্রথম পর্যায়ে নির্মাণ হচ্ছে ১২টি বীরমুক্তিযোদ্ধা নিবাস। শনিবার শহরের আবহাওয়া অফিস সড়কে মৃত রুহুল আমিনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃতৌফিক ই লাহী চৌধুরী।

২৬ মার্চের আগেই এসব ভবন নির্মাণ কাজ শেষ হবে। এদিকে নির্মাণ কাজের উদ্বোধনকালে বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সাবেক অফিস সেক্রেটারী মিজানুর রহমান, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, এসিল্যান্ড আলী সুজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান, সাংবাদিক অমিতাভ অপু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আদিল হোসেন তপুসহ মুক্তিযোদ্ধারা। মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বীর নিবাসের উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক।