ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

শরীফুল ইসলাম সুজন, মাদারীপুর | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০১:০২:০০ অপরাহ্ন | বিনোদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় তার ড্রাইভার’সহ আরও নয়জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন চিত্রনায়ক রুবেল ও তার সফর সঙ্গীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়।

এসময় চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে খাদে পরে গেলে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা চিত্রনায়ক রুবেল ও তার সফর সঙ্গী আরও ৯ জন আহত হন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর সদর হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।

বায়ান্ন/প্রতিনিধি/একে