ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

নগরকান্দায় ব্রজেশ্বরী যোগানন্দ আশ্রমে রাস পূর্ণিমা অনুষ্ঠিত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০৬:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামে শ্রী শ্রী মা বাবা ব্রজেশ্বরী যোগানন্দ আশ্রমে তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। আরতি, গোষ্ঠনীলা, বাউল কীর্তন ও তত্ত্ব আলোচনার মধ্যদিয়ে শনিবার (১৬ নভেম্বর) ভোর রাতে শেষ হবে উৎসটি।  

'বিশ্ব মানব ধর্মের সেবা সংঘের' প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজ ও পরম করুণাময়ী মা ব্রজেশ্বরীসহ অলৌকিক এক অনির্ব্বচনীয় প্রেরণা রসে এক সাধন তত্ত্ব লাভ করেন। সংযম ও ব্রহ্মচর্যের মাধ্যমে প্রকৃত মানব তত্ত্বের পূর্ণ বিকাশের কথা বলা হয়েছে তার এ তত্ত্বে।

শিবচর থেকে আসা পীরে কামিল হাসেম চিশতীর নাতি মো. নুর সেলিম বলেন,অপূর্ব সাধন তত্ত্ব জীবন রক্ষার উপায় এই তত্ত্ব যদি কেউ গ্রহণ করে জীবন রক্ষার্থে জন্ম নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা বহন করে। এই তত্বটি মানুষের বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য নেয়া প্রয়োজন বলে মনে করি।

উত্তরসূরী (গদিশীন) ভাগিনা শ্রী স্বপন কুমার নাগ বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে ২৬টি জেলার থেকে ১৫- ১৬ হাজার (হিন্দু-মুসলিম) ভক্তবৃন্দ এই আশ্রম একত্রিত হয়েছে।

রাস পূর্ণিমা উৎস উপলক্ষে আশ্রমে বসেছে মেলা। মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের মিষ্টি, কাঠের তৈরী আসবাবপত্র ও বাহারী রকমের খেলনা।

বায়ান্ন/প্রতিনিধি/একে