ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মাধবপুরে ২ মেম্বার প্রার্থীকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ১২:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্গন করে শোডাউন ও শোভাযাত্রা বের করায় বাঘাসুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেনকে ৪হাজার টাকা। অন্যদিকে জগদীশপুর ইউনিয়নে প্রার্থীর প্রতীক ও ছবি সম্বলিত টিশার্ট পরিধানে করে মিছিল বের করার কারণে জগদীশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ( ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন।