ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে জোরারগঞ্জ এস রহমান সড়কের বিটুমিন কার্পেটিং কাজের উদ্বোধন

জুয়েল নাগ,মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১২:২৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মিরসসরাই জোরারগঞ্জ এস রহমান সড়কের বিটুমিন কার্পেটিং কাজ উদ্বোধন করেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।

 আজ ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সড়কের কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকোশলী এল.জি.ই.ডি আমিনুল ইসলাম,  উপ সহকারী প্রকোশলী লিটন চাকমা,জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শ্যামল দেওয়ানজী, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক মালুম সহ ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।
 
 উল্লেখ্য,সড়কের ৫ কিঃ ১০০ মিটার ও ২৪ ফুট চওড়া রাস্তার বিটুমিন কার্পেটিং করা হবে বলে জানান উপ সহকারী প্রকোশলী এল.জি.ই.ডি আমিনুল ইসলাম।
চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার জানান, মিরসরাই গন মানুষের অভিভাবক আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নের প্রত্যেক গ্রামের সড়ক উন্নয়নের ব্যবস্থা করবো। উনি আরো বলেন,আমাদের মিরসরাই এর আগামীদিনের ভবিষ্যৎ রুহেল ভাইয়ের নেতৃত্বে ৩ নং জোরারগন্জ  ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করবো।