ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মীরসরাইয়ে মৎসজীবীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

জুয়েল নাগ,মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৯ মার্চ ২০২২ ১০:২০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
মীরসরাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ৯মার্চ (বুধবার) সকালে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে ভিজিএফ চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মীরসরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ, ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ৩নং জোরারগন্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা ফিল্ড সহকারি মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভার-প্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন সহ প্রমুখ।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, জেলেদের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মৎস্য অধিদপ্তর থেকে  ইলিশ আহরণ, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এই কারণে কোন জেলেকে যেন না খেয়ে থাকতে হয়, এ সময় জেলে পরিবারগুলোকে যেন মানবেতর জীবনযাপন করে থাকতে না হয় সব বিবেচনা করে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এরই প্রেক্ষিতে এই সময় মীরসরাই উপজেলার নিবন্ধিত ৬২০টি পরিবার। প্রতিটি জেলে পরিবারের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।