মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের (অব) মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শ্রদ্ধা জানানোর পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। তার দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা।
এ সময় তার সাথে ছিলেন মেজর জলিলের (অব) বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার, আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স এবং সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।
বায়ান্ন/এসবি/একে