কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় টানা ২০তম দিনের মত কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার, রাকিব, আতিকা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। পরে একযোগে সারাদেশের ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। তারপরও সরকারের টনক নড়ছে না। আমাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি না মানা পর্যন্ত কোন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহন করা হবে না।
উল্ল্যখ্য, দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে