ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, তারপর ইয়ামাল: গাভি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ ০৪:৩৫:০০ অপরাহ্ন | খেলাধুলা

নিজের সেরা সময় ইউরোপে কাটিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। বয়স আর ফিটনেস বিবেচনায় আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তবে এখনো তার পারফরম্যান্স মুগদ্ধ করে গাভিকে। তার চোখে এখনো বিশ্বের সেরা ফুটবলার মেসি। এই আর্জেন্টাইনের পরই তিনি রেখেছেন তরুণ লামিন ইয়ামালকে।

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই দুর্দান্ত ইয়ামাল। বয়সে তরুণ হলেও স্কিল দিয়ে এখনই সবার মনে জায়গা করে নিয়েছেন এই স্প্যানিশ। জাতীয় দলের হয়েও নিয়মিত পারফর্মার তিনি।

চলতি বছরেও এখনো পর্যন্ত দুর্দান্ত ১৭ বছর বয়সী এই উইঙ্গার। চলতি মৌসুমে ইতোমধ্যেই তিনি গোল করেছেন ৯টি। এছাড়া তিনি এসিস্ট করেছেন ১৩টি গোলে। সবমিলিয়ে সময়ের আলোচিত ফুটবলারদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।

ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে গেছেন কি না? এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, 'হ্যাঁ, সে সেরা…।” তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, 'ওয়েল… লিওেনল মেসির পর… মেসির পর সে (ইয়ামাল) সেরা।'

ইয়ামালকে নিয়ে গাভির এমন মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককেও। তিনি বলেন, 'আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)।'

'এটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভা ফুটে ওঠে এবং সে (ইয়ামাল) এটি এর মধ্যেই অনেকবার দেখিয়েছে। সে খুব ভালো পথেই আছে। তবে তার যত্ন নিতে হবে আমাদের।'-যোগ করেন তিনি।

একে