ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মেহেরপুরে নির্বাচনে সহিংসতায় হত্যা মামলায় ৫৭ জনের আদালতে আত্মসমর্পন

মেহেরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৬:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর
২য় ধাপে ইউপি নির্বাচনে কাথুলী ইউনিয়নর পরিষদ নির্বাচনে সহিংসতায় দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে দুই ভাই নিহতের মামলায় মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করেছে ৫৭ জন আসামী। এই মামলায় জেল হাজতে রয়েছে আরোও ৭ জন।আজ বৃহস্পতিবার দুপুরে তারা চিপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালতে হাজির হয়ে তারা জামিন চায়। বিচারক জামিন নামুঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন। বিকেলে তাদের জেলহাজতে নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী একে এম শফিকুল আলম
 
মামলার বিবরনে জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলায় ২য় ধাপে কাথুলি ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন বর্তমান মেম্বার আজমাইন হোসেন টুটুল ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। ২০২১ সালের ৮ নভেম্বর নির্বাচনী প্রচারনায় নামেন দুই প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাদে। ঘটনাস্থলেই নিহত হয় আজমাইন হোসেন টুটুল গ্রুপের দুই সহদোর জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলাম। এ ঘটনায় আহত হয় আরোও ১৫ জন। ৯ নভেম্বর ঐ দুইজনের ভাই লাল্টু বিশ্বাস বাদি হয়ে আতিয়ার রহমানকে প্রধান আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হয় ৪ জন। বৃহস্পতিবার দুপুরে ওই ৫৭ জন আসামী আদালতে আত্মসমর্পণ করে।