ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজারে প্রেস কাউন্সিলের সেমিনার ও মত বিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ মে ২০২৩ ০৬:৩৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরনবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে সাকিট হাউস কনফারেন্স রুমে মৌলভীবাজারের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

সভায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সচিব মাসুদ খাঁন ও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদশন কুমার রায়।

প্রধান অতিথি বলেন, কোন সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার শাস্তি হলো তিরষ্কার করা। এই কারণে বিবাদীরা অন্য আদালতে বিচারপ্রাথী হয়। আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলে কম মামলা আসলেও এখন বছরে ২২-২৩টি মামলা আসে। এখন আইনটি সংশোধন করার কাজ শেষ পযার্য়ে।