ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
৫ম ধাপের ইউপি নির্বাচন

ময়মনসিংহের দুই উপজেলায় নৌকা ৮ স্বতন্ত্র ৭

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

৫ম ধাপে ময়মনসিংহের গফরগাঁও-নান্দাইলের ২৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে জেলার গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১১ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকী চার ইউনিয়নে চেয়ারম্যার পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে জেলার নান্দাইল উপজেলায় ১১টি ইউনিয়নে প্রত্যক্ষ ভোট হয়েছে।

জেলার নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নের ৫ টিতে নৌকা ও ৬ টিতে স্বতন্ত্রপ্রার্থী জয়লাভ করেছেন। অপরদিকে গফরগাঁওয়ের ৪ ইউনিয়নের ৩টিকে নৌকা ও একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

বুধবার (৫ জানুয়ারী) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান জানান, নান্দাইলের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

নান্দাইলে বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন, মোয়াজ্জেমপুর ইউনিয়নে মোছা. তাসলিমা আক্তার (নৌকা), নান্দাল সদরে মোশাররফ হোসেন কাজল (আনারস), চন্ডিপাশায় মো. শাহাব উদ্দিন ভুইয়া (মোটরসাইকেল), গাঙ্গাইলে মো. আসাদুজ্জামান (আনারস), রাজগাতীতে মো. ইফতেখার মমতাজ (আনারস), মুশুলীতে মো. ইফতেখার উদ্দিন ভুইয়া (নৌকা), সিংরইলে মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল), আচারগাঁওয়ে মো. রফিকুল ইসলাম রেনু (আনারস), শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া (নৌকা), খারুয়ায় মো. কামরুল হাসনাত ভুইয়া (নৌকা), জাহাঙ্গীরপুরে মো. কামাল উদ্দিন (নৌকা)।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। অপর ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৩টিতে নৌকা একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

গফরগাঁওয়ের চার ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন, নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম (নৌকা), টাংগাবরে মো. মোফাজ্জল হোসেন (নৌকা), মশাখালী ইউপি মোস্তফা কামাল খান (নৌকা) ও রসুলপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈনুল হক (চশমা)।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ ইউনিয়নের বেসরকারীভাবে নির্বাচিত হলেন, বারবাড়িয়া ইউনিয়নে মো. আবুল কাশেম, সালটিয়া ইউনিয়নে মো. নাজমুল হক ঢালী, চরআলগী ইউনিয়নে মো. মাছুদুজ্জামান, যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে মো. শামসুল আলম, পাঁচবাগ ইউনিয়নে মো. মাহবুবুল আলম, লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউনিয়নে মো. নজরুল ইসলাম ওরফে তোতা, দত্তেরবাজার ইউনিয়নে রোকসানা বেগম, পাইথল ইউনিয়নে মো. আখরুজ্জামান ঢাল।