ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরণের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুর্ব সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন।
রবিবার (১৬ জানুয়ারী) সকাল ৬ টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরণের পরিবহন বন্ধ থাকবে।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এর আগে গত ২ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত করা না হলে আগামী ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আলটিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা।
ওই সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেছিলেন, ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই রাস্তাটা চলাচলের উপযোগী করার দাবি করেছিলেন। যদি ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী না করা হয়, তাহলে ১৬ জানুয়ারী থেকে সব ধরণের পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।