বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা দিবে চরফ্যাশন ও মনপুরাবাসি।
আগামী ২৭ জানুয়ারি (সোমবার) চরফ্যাশনের সদররোডে এবং আগামী ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মনপুরার হাজিরহাট বাজারে এই গণসংবর্ধনা প্রদান করা হবে।
এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা উপজেলা দুটিতে এখন সর্বত্র আলোচনা। অনেক বছর ধরে তরুণ এই রাজনীতিবিদের অপেক্ষায় ছিলেন বলেই জানিয়েছে দুই উপজেলার জনগণ।
৯০'র স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসীম সাহসী এই ছাত্রনেতা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক ৯৬'র হাসিনা বিরোধী আন্দোলনেও অকুতোভয়ে নেতৃত্ব দিয়েছেন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিদ্যাপিঠে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাত্রদলের সাবেক এই সহ-সভাপতি ১/১১ সরকার বিরোধী তীব্র গণআন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কঠিন সেসময়ে যখন দলের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় ষড়যন্ত্রকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করতে উঠে পড়ে লেগেছিলে, যখন সংস্কারের নামে বিএনপি ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত ছিল সেইসব ষড়যন্ত্রকারীরা, তখনও নূরুল ইসলাম নয়ন জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
২০০৯ সাল থেকে হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও নয়ন রাজপথে অকুতোভয়ে লড়াই করে গেছেন। জেল খেটেছেন। রিমান্ডে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। কিন্তু ভেঙ্গে পড়েননি কখনও, ত্যাজদীপ্ত সাহস আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অম্লান আদর্শ ও অবিনাশী চেতনা বুকে ধারণ করে ফ্যাসিবাদের পতনের জন্য লড়াই, সংগ্রাম করে গেছেন।
২০২৩ সালের ২৮ অক্টোবরের পর দেশব্যাপী উত্তাল আন্দোলনে নূরুল ইসলাম নয়ন নিজের জীবনের পরোয়া না করে সরকার পতনের জন্য লড়ে গেছেন। মিছিলে মিছিলে উত্তাল করেছেন রাজপথ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি পরম নিবেদিত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের এই সৈনিক ২৪'র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ছিলেন আন্দোলনের অগ্রভাগে। নিজে রাজপথে থেকে সাহস যুগিয়েছেন নেতাকর্মীদের। সারাদেশে তীব্র আন্দোলনের অগ্নিমশাল প্রজ্জ্বলিত করতে রেখেছেন অগ্রণী ভূমিকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪, চরফ্যাশন ও মনপুরাবাসি নূরুল ইসলাম নয়নকে এমপি হিসেবে পেতে আশার আলো দেখছেন। আধুনিক ও স্বনির্ভর চরফ্যাশন ও মনপুরা বিনির্মাণের স্বপ্ন বুকে লালন করে বেড়ে ওঠা নূরুল ইসলামের নয়নের পিতা-মাতাও শায়িত আছেন চরফ্যাশনের মাটিতে। বাকি জীবনটা তিনি চরফ্যাশন-মনপুরার মানুষের দোয়া, ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা ও সমর্থন নিয়ে বেঁচে থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
নয়ন জানান, চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হয়ে কাটাতে চান সারাটা জীবন। জনগণের ভোটে আগামীতে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি গড়ে তুলতে চান শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শিল্প, কৃষি ও মৎসতে সমৃদ্ধ আধুনিকতার ছোঁয়ায় অনন্য এক নতুন চরফ্যাশন ও মনপুরা।
বায়ান্ন/আরএইচ/একে