ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

যে কারণে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলনের নাম ‘বারাসাত ব্যারিকেড’?

অনিক কর্মকার | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০১:২৩:০০ অপরাহ্ন | শিক্ষা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবার দাবি না মানা হলে কঠোর আন্দোলন ‘বারাসাত ব্যারিকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন। 

কিন্তু এই আন্দোলনের নাম কেন ‘বারাসাত ব্যারিকেড’ তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।

জানা গেছে, বারাসাত বিদ্রোহ ছিল তিতুমীরের নেতৃত্বে বাঙালিদের পরা শক্তির বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ আন্দোলন। স্থানীয় জমিদারদের শোষণ থেকে কৃষক-প্রজাকে মুক্তির জন্য তিতুমীর যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন তা ঘটনার পরিক্রমায় বারাসাত বিদ্রোহে পরিণত হয়।

তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাইরে পুলিশের অবস্থানতিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাইরে পুলিশের অবস্থান

বারাসাতের নারকেলবাড়িয়ায় যে বিদ্রোহ তিতুমীরের নেতৃত্বাধীনে হয়েছিল, সেই বিদ্রোহের নামই বারাসাত বিদ্রোহ। এর মাধ্যমে হিন্দু ও মুসলমান নির্বিশেষে সব কৃষকই একাট্টা হয়ে বিদ্রোহ ঘোষণা করে। ফলে, জমিদার ও সরকার বিদ্রোহে শঙ্কিত হয়ে পড়ে। ফলশ্রুতিতে বারাসাত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বেশ কিছু দমনমূলক আইন প্রত্যাহার করার পদক্ষেপ নিতে বাধ্য হয়। এ বিদ্রোহের ধারাবাহিকতায় এদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার পথ প্রশস্ত হয়।

বায়ান্ন/একে