ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় গোয়াল ঘরে আগুন দিয়ে গরু পুড়িয়ে মারার অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি। | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০৯:৫৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন


রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নে গোয়ালঘরে আগুন দিয়ে প্রায় ২ লাখ টাকার গরু পুড়িয়ে মারার অভিযোগ করেন এক কৃষক । 

শনিবার (১৭ ডিসেম্বর ) রাত সাড়ে ১২টার সময় উপজেলার স্বনির্ভর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক পশ্চিম রাজার ঘাটা গ্রামের কৃষক মোঃ ইদ্রিস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে অগ্নিদগ্ধে তিনটি গরুর মধ্যে দুটি গরু ঘটনাস্থল গোয়াল ঘরেই মারা যায়। বাকি ১টি গরুর শরীরের বেশিরভাগ স্থানেই পুড়ে গেছে। পরে সেটিও মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস মিয়া বলেন ---আমার পাশের বাড়ির একটি পরিবারের সাথে আমাদের বিভিন্ন কারণে সমস্যা চলছিল। প্রায় সময় আমাদেরই নানা কারণে হুমকি-ধমকি দিয়ে আসছিল তাদের পরিবারটি। রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখি,হঠাৎ কেউ একজন দৌড়ে পালানো শব্দ শুনতে পায়। মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়েছে। আমার এমন ক্ষতি যে করেছে আল্লাহ তার বিচার অবশ্যই করবেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নরুল আমিন বলেন- আমরা আসার আগেই আগুনে সব পুড়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু বোবাজাতের সঙ্গে কেউ এমন শত্রুতা করে? তিনটি গরুর দুটি গরু মরে গেছে। বাকি ১টিগরু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে।
গোয়াল ঘরের পাশে কোন বাড়ি নেই। যা ঘর আঝ গোয়ালঘর অনেক দূরে। এখানে ইচ্ছা করে আগুন লাগার কথা না। হয় তো কেউ শত্রুতা করেই এ কাজ করেছে।

৩নং স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ জানান---সাবেক পশ্চিম রাজা ঘাটা গ্রামের কৃষক মোহাম্মদ ইদ্রিস মিয়ার গোয়ার ঘরে আগুনে কে বা কারা তিনটি গরু পুড়ে দিয়ে। বিষয়টি তাঁরা আমাকে জানালে থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলি। তাদেরকে এর আগে বেশ কয়েকবার হুমকি দিয়েছে পাশের বাড়ির লোকজন যা কারণে তাদের আইনের স্বরাপন্ন হতে বলি।

রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি বলেন--গত রাতে সাবেক রাঙ্গুনিয়া আগুন দিয়ে গোয়াল ঘরে গরু পুড়িয়ে মারার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।