ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

রাজনগরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৭:১৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের রাজনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।

 

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোমা ভট্টাচার্য, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহানারা রুবি প্রমূখ। এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও এনজিও প্রতিনিধি বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।