ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

রাজ পূন্যাহের শেষ দিনে নারী কার্বারীগণের বার্ষিক সম্মেলন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধ : | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০১:০৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
খাগড়াছড়িতে খাজনা আদায়, হেডম্যান ও কার্বারী সম্মেলনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী মং সার্কেলের রাজ পূর্ণ্যাহের শেষ দিনে খাগড়াছড়িতে রোববার সকালে মং সার্কেল ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (পর্যায় -২) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর আয়োজনে খাগড়াছড়ির সদর উপজেলায় মং সার্কেল সংলগ্ন মাঠ এ তৃণমূল নারী কার্বারী গণের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ২শ নারীনেত্রী এতে অংশ নেন। খাগড়াছড়ি মং সার্কেল মাঠে রাজপূন্যের তৃতীয় দিন পূন্যের সমাপনী অনুষ্ঠানে মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তির সাফল্যের কাহিনী বর্ণনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এ সময় খাগড়াছড়ি মং সার্কেলের রাণী উখেচিং চৌধুরীর সভাপতিত্ত্বে তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী ত্রিপুরা এতে প্রধান অতিথি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, চ্যামেলী ত্রিপুরা এবং জয়া চাকমা। সম্মেলনে সার্কেলের ২শ নারী হেডম্যান ও কার্বারী অংশগ্রহণ করেন।