রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের অধ্যাপক পি এম সফিকুল ইসলামকে সভাপতি ও বিভাগের শিক্ষার্থী সোহাগ রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছে বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।
শুক্রবার বিকেলে বিশ^বিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে সংগঠনের কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।
আগামী সাত দিনের মধ্যে এই সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সাবেক উপাচার্য ও নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়েল সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ফয়েক উজ্জামান ও কবি রুহুল আমীন প্রামাণিক।
এর আগে সকাল নয়টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুন সরকার রানা। এরপর আনন্দ পদযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় আলোচনা সভা, বিকালে কাউন্সিল অধিবেশন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি হয়।