ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

রায়পুরে ইয়াবাসহ যুবক আটক

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১:০৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুরে ১৩০ পিস ইয়াবাসহ মো: মামুন নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কেরোয়া ইউনিয়নের পশ্চিম কেরোয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত মামুন একই গ্রামের মৃত মনির আহমেদের ছেলে ও মাদক ব্যবসায়ী। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া  জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।