ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

`রিভার ক্লাব বাংলাদেশ` চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা।

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ ০৮:১৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে নদী সুরক্ষায় নিয়োজিত সংগঠন 'রিভার ক্লাব বাংলাদেশ' ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 
সোমবার ৪ ডিসেম্বর দুপুর ২ টায় 'রিভার ক্লাব বাংলাদেশ' আহবায়ক আব্দুল্লাহ আল আশেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয় এবং গত সেপ্টেম্বর মাসে আয়োজিত বিশ্ব নদী দিবস ২০২৩ বিষয়ক সেমিনার এর কমিটি মেম্বারদের সার্টিফিকেট বিতরণ করা হয়। 
 
এ সময়ে উপস্থিত ছিলেন রিভার ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা এবং প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. মনজুরুল কিবরীয়া।এছাড়াও উপস্থিত ছিলেন রিভার ক্লাব বাংলাদেশের উপদেষ্টা এবং প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. শামসিল আরেফিন। অনুষ্ঠানের শুরুতে ড: মো: মনজুরুল কিবরীয়া নদীর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের জীবনযাত্রার সঙ্গে নদীর অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। নদীকে আমরা আমাদের নানান প্রয়োজনে ব্যবহার করে আসছি কিন্তু এই নদীর  রক্ষার ব্যাপারে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে রয়েছে অসংখ্য  নদী কিন্তু এই নদীগুলো বেশিরভাগই মৃত এবং দূষিত। তাই আমাদের উচিত নদীর রক্ষার্থে সোচ্চার হওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে রিভার ক্লাব বাংলাদেশ কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে উপস্থিত রিভার ক্লাব উপদেষ্টা মো: শামসিল আরেফিন নতুন কমিটিকে উদ্দেশ্য করে বলেন, "যেকোন কার্যক্রমকে সঠিক ভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সমন্বয়।" নতুন কমিটি তাদের যেকোন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ঘোষিত ২২ জনের এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইবনে ফয়সাল এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এ এইচ এম শিহার নেয়াজ এবং সাবিরা আহাম্মেদ সারা। এছাড়াও এই কমিটির সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করবেন আফতাব উদ্দিন। 
 
নদী সংরক্ষণে রিভার ক্লাব বাংলাদেশের যাত্রা শুরু হয় ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে।প্রতিষ্ঠাকালীন সময় হতে তরুণদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্লাবটি প্রাতিষ্ঠানিক এবং সংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমাসে গবেষণাভিত্তিক সেমিনার, একুয়াকুয়েস্ট ডে, মাঠ-পর্যায়ে নদী পরিভ্রমন, সমস্যা শনাক্তকরণ ও গবেষকদের সম্বনয়ে তা সমাধান করা হয়।