ঢাকা, শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এর আগে বুধবার রাতে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলা যুবলীগের সদস্য ও চররুহিতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম সুমন এবং কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোসলেহ উদ্দিন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আবদুল মোন্নাফ আরও বলেন, এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। একাধিক শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপুর ঘনিষ্ঠজন রেজাউল ইসলাম সুমন।

গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মামলা সূত্রে জানা গেছে, এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে মুহুর্মুহু গুলি ছুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাহ উদ্দিন টিপু ও তার সহযোগী অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এ সময় তিন শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ