ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মীর মুগ্ধের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রাব্বানী ও শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিনসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান হল এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান হল। ইতিপূর্বে আমরা চাইলেও সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোতে যথাযথভাবে অংশগ্রহণ করতে পারি নাই। যার মূল কারণ ছিলো আমাদের ফান্ডে টাকা আসলেই তা লুটপাট করা হতো। এই লুটপাট দূর করার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। হল প্রভোস্ট হিসেবে আমি চাই শহীদ জিয়াউর রহমান হল শতভাগ আবাসিক হবে এবং এই হলের শিক্ষার্থীরা সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে হলের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। প্রতিটি দলে দশজন করে প্লেয়ার উপস্থিত থাকবে। তবে মোট আটজন প্লেয়ার খেলার সুযোগ পাবে বলে জানা যায়। প্রথম টুর্নামেন্টে 'টাইটানিক' এবং 'ছায়া পথ' নামের দুইটি দল অংশ নেয়। এতে ৩-০ গোলে ছায়া পথকে পরাজিত করে টাইটানিক জয় লাভ করেন।