সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ , বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস স্টেশন, পল্লিবিদ্যুতের সাব জোনাল অফিস, ইসলামিক ফাউণ্ডেশন,আব্দুল মজিদ কলেজ, জাগরণী চক্র ফাউন্ডেনশন, এনজিও ব্র্যাক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের শেষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি মো. নুরুল হক সহ প্রমুখ৷
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।