ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ১০:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর
শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশন সুনামগঞ্জ এর উদ্যোগে জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা থেকে দিনব্যাপী উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি বসিয়া খাউরী মাদ্রাসার প্রাঙ্গনে অত্র ফাউন্ডেশনের সভাপতি বসিয়া খাউরী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী সুন্দর আলী ও অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রকিবের সভাপতিত্বে ও ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন ও হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন ঠাকুরভোগীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার হাফিজগনের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী দুই গ্রুপে প্রতিযোগিতা শেষে বিকালে ক গ্রুপে ১৫ পারা ধারাবাহিক অনুূর্দ্ধ ১৫ বছর ৩ জনকে ক্রমান্বয়ে ১৫ হাজার,৫ হাজার ও ৩ হাজার,৭ জনকে ৩ হাজার ৫ শত টাকা এবং পূর্ণ ৩০ পারা অনুর্দ্ধ ১৮ বছর ৩ জনকে ক্রমান্বয়ে ৩০ হাজার,১০ হাজার ও ৫ হাজার এবং ৭ জনকে ৩ হাজার ৫ শত টাকা এবল প্রথম স্থান অধিকারী ২ জন উস্তাদকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রমান্বয়ে ৮ হাজার টাকা এবং বিচারকমন্ডলীকে ১৮ হাজার টাকা হাজী সুন্দর আলী ফাউন্ডেশন সুনামগঞ্জ এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে দুই গ্রুপে ২ শত ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন হাফিজ মাওলানা ইব্রাহিম খলিল ঢাকা,হাফিজ মাওলানা নুরুল হাসান সিলেট। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,উলামায়ে কেরাম ও উস্তাদবৃন্দ সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ প্রমুখ।