শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ বিতরণ শুরু হয়েছে। এতে নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপককে ষাট লক্ষ টাকা বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
বুধবার ১৭ নভেম্বর দুপুরে এ গৃহঋণ কর্মসূচি শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংকের যৌথ উদ্যোগে কর্মসূচির আওতায় গৃহঋণ বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে এ ঋণ নিতে ব্যাপক সাড়া পড়েছে।