সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পরিচয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইকালে শার্শার আপন দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপসহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই ভাই সোহাগ হোসেন (২৩) ও গোলাম রসুল (২৫) যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
ছিনতাইয়ের শিকার শেখ মিন্টু হোসেন জানান, ব্যাংক থেকে টাকা তুলে দোকানে আসার পথে কয়েকজন আমার মোটরসাইকেল থামিয়ে ডিবি পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও দুজন আটক হয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক হওয়া দুই যুবক আপন ভাই। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দলকে শনাক্ত করতে এলাকায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ৪ জানুয়ারি রাতে হেলাতলা ইউনিয়নে বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবলুর রহমানের কাছ থেকে একইভাবে ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।