ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষকদের পদত্যাগসহ ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৪৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিটি কর্পোরেশনের গাছা মধ্যে পাড়া এলাকায় গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম রহমান এবং প্রাইভেট বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাইভেট বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, হাতের মার্ক নিয়ে ভয়-ভীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা, যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ক্লাস ব্যবস্থা করা, বর্ষমধ্য পরীক্ষার সিলেবাস ও ক্লাস রুটিন যথা সময়ে বাস্তবায়ন, প্রত্যেক সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণ টিচার নিয়োগ দেওয়া, রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের ৭টি দাবি আছে যদি কলেজ কতৃপক্ষ এই দাবিগুলো না মানে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম রহমান এবং প্রাইভেট বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ সহ ৭ দফা দাবির মানববন্ধনের নিউজ সংগ্রহের সময় স্থানীয় দুই সাংবাদিক গেলে তাদের উপর হামলা ও অবরুদ্ধ করে রাখে মালেক গ্যাং ও তার ছেলে সহ ৪-৫ জন বহিরাগতরা। এসময় কয়েক জন শিক্ষার্থী সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্র বলেন, আমার জানা মতে মোটামুটি পাঁচ মাস আগে আ'লীগের সুপারিশ ও ছত্রছায়ায় এই কলেজের সেলিম রহমান স্যার অধ্যক্ষ হয়েছে। কোচিং বাণিজ্যের সাথে যারা জড়িত আছে ও কিছু আ'লীগ পন্থী টিচার আছে তাদের পক্ষেই মন্তব্য করেছে। প্রতিষ্ঠানের আব্দুল মালেক স্যার, নাজমুল হাসন ভূইয়া স্যার, আজহারুল ইসলাম স্যার ও মাসুমা ম্যাডাম কোচিং বাণিজ্যের সাথে জড়িত আছে।

গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম রহমান বলেন, কিছু ছেলেরা রাজনীতি করতে চেয়েছিলো, আমরা করতে দেই নাই এটাই আমাদের দোষ।

 

বায়ান্ন/এসএ