ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০২:২৮:০০ অপরাহ্ন | জাতীয়
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (২২ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা, সে ব্যাপারে কোনও তথ্য নেই ট্রাইব্যুনালের কাছে। নোটিশ জারি হলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে। রেড নোটিশ জারি হয়েছে কি না, সেটি জানাবে আইজি কার্যালয়।

পরে পুলিশ সদরদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য তাদের কাছেও নেই।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। পরবর্তীতে জুলাই গণহত্যা ও বিগত ১৫ বছরের শাসনামলে গুম-খুন ও দুর্নীতির শত শত অভিযোগে মামলা হয় শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী-এমপি ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বিরুদ্ধে। 

দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দেয়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার। সে মোতাবেক গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে।

বায়ান্ন/একে