ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে অনুর্ধ্ব-১৬ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ১২:২৬:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

শেরপুরে অনুর্ধ-১৬ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগড়িতে মোট দুই জন চ্যাম্পিয়ন হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পরে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাইয়েদ এ.জেড. মুরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

ফাইনাল খেলা শেষে ছেলে বিভাগের চ্যাম্পিয়ন মো. সামিউর রহমান রিয়ান ও মেয়ে বিভাগের চ্যাম্পিয়ন প্রিয়া সাহা পিউ সহ রানার্সআপ খেলোয়ারদের মাঝে পুরষ্কার, মেডেল ও সনদপত্র তুল দেয়া হয়।