ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে ফুটপাত দখলে অভিযান, ৭ ব্যাবসায়ীকে জরিমানা

শেরপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৭:০০ পূর্বাহ্ন | আইন-আদালত
 
জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। ২০ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন এর নেতৃত্বে শহরের গোয়ালপট্রি মোড় থেকে থানা মোড় পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ প্রতিষ্ঠানকে ২৫হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে এবং শব্দ দুষনের অপরাধে ২ ট্রাক ড্রাইভারকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, শেরপুর জেলা শহরের অধিকাংশ ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। এতে সাধারণ পথচারীদের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কিছু কিছু সড়কের দু’পাশই ব্যবসায়ীদের দখলে। সাধারণ মানুষের নিত্যদিনের এই সীমাহীন দুর্ভোগ থাকলেও নেই তার প্রতিকার। জনসাধারণকে এ দুর্ভোগ থেকে মুক্ত করতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে শহরের সচেতন মহল।
 
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন
বলেন, ফুটপাত পরিস্কার করে পথচারীদের চলাচলের উপযোগী করতে জেলা প্রশাসন কাজ করছে। আমরা আজ দীর্ঘ রাস্তা দখলমুক্ত করলাম। কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।