ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলের কৃতি সন্তান রাজু পোল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৪ জুলাই ২০২৩ ০৭:১৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান মুহাম্মদ রাজু আহমদ দোলন বাংলাদেশের অন্যতম ইসলামী রাজনৈতিক সংগঠন খেলাফত মজলিস (নিবন্ধন নং: ৩৯) এর পোল্যান্ড ইউরোপ শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
 
শুক্রবার ২১ জুলাই ২০২৩ইং, পোল্যান্ড বিকেল ৬টার সময় এক জুম মিটিং এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্য পোল্যান্ডে খেলাফত মজলিসের ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করেন মুহাম্মদ রাজু আহমদ দোলনকে, তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীন এর বড় ছেলে। তার মায়ের নাম রুবিনা বেগম।
মুহাম্মদ রাজু আহমদ দোলন বলেন, আমি প্রায় এক যুগ আগে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় প্রথমে ইংল্যান্ড আসি। ইংল্যান্ড আসার আগ পর্যন্ত আমি খেলাফত মজলিসের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল (মৌলভীবাজার জেলা) উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি।
তিনি আরও বলেন, ইংল্যান্ড থেকে ব্যবসার উপর ডিপ্লোমা শেষ করে দেশে ফিরে আসি। দেশে কিছুদিন বাবার ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করে ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ড আসি। এখানে এসে কয়েক বছরের ব্যবধানে পোল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব পেয়েছি।
পোল্যান্ডের মাটিতে একজন সফল ব্যবসায়ী তিনি। ব্যবসার সাফল্যের গল্প জানতে চাইলে রাজু আহমদ দোলন বলেন, প্রথমে আমি একটি রেস্টুরেন্টে জব নেই। এরপর নিজে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করি। ধীরে ধীরে ব্যবসা বড় হতে চললো। পর্যায়ক্রমে রাজু কেবাব, বার্গার এবং ইন্ডিয়ান নামে আরও ৪টি হোটেল অ্যন্ড রেস্টুরেন্ট এর শাখা চালু করেন।