ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

সাইদুর রহমান,রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০২:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সাইদুর রহমান, রূপগঞ্জ

নারায়নগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা, ভূমিদস্যু, নিরহ কৃষকদের জমি থেকে জোরপূর্বক মাটিকাটা, সন্ত্রাসী বাহিনীর সরদারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলিমুদ্দিনসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরাবো বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে সোহেল পাঠান নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আলিমুদ্দিন ও তার ছেলে পনিরের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সোহেল পাঠানের বাড়িতে হামলা এবং ভাংচুর চালানো হয়।

গোলজার মোল্লা নামের আরেক ভুক্তভোগী বলেন, আলিমুদ্দিন বাহিনীর বিরুদ্ধে মাটি ডাকাতি , চাঁদাবাজি, মাদক ও , অস্ত্র ব্যবসা, ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। অবৈধভাবে টাকা ইনকাম করে আজকে তারা জিরো থেকে হিরো বনে গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রিফাত হাসান অভিযোগ করে বলেন, আলিমুদ্দিনের ছেলে পনিরের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর হামলা করা হয়। ওই সময় অভিযোগ দিলে পুলিশ অভিযোগ নেয়নি। 

আয়নাল মিয়া নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে অন্যায় ভাবে আমার হাত-পা ভেঙে দেয় আলিমুদ্দিন বাহিনী।

আলিমুদ্দিন বাহিনীর হামলার শিকার নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসী বাহিনী অত্যাচার ও মারধর করে। আলিমুদ্দি বাহিনীর নানা অপকর্মের প্রতিবাদ করায় এই মারধোর শিকার হন তিনি। 

শিমুলি বেগম নামের আরেক নারী সন্ত্রাসীদের বিচার দাবি করেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে