ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবীতে শিবগঞ্জে গণতন্ত্র মঞ্চের পথসভা

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ জুন ২০২৩ ০৩:০২:০০ পূর্বাহ্ন | রাজনীতি

সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবীতে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় গণতন্ত্র মঞ্চের পথ সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য'র আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পথসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে রাখেন নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য'র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার, গণতন্ত্র মঞ্চের নেতা এ্যাডঃ সানোয়ার।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা আব্দুল বাছেদ বাদশা, বিদ্যুৎ আমিন সৈকত, এসএম সাদ্দাম হোসেন, সাইদুর রহমান সাগর, হারুনুর রশিদ, এনামুল হক, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান, রশিদুল ইসলাম, নাগরিক নারী ঐক্য নেত্রী বিউটি বেগম, নাজমা খাতুন, ছাত্র ঐক্য নেতা রাশেদ মাহমুদ তুষার, সিয়াম চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জুলুম করে ক্ষমতায় বসে আছে, এসরকার অবৈধ, ভোটারাধিকার কেড়ে নিয়ে এ সরকার জনগণের বিপক্ষে অবস্থা নিয়েছেন, বর্তমান সরকার সংবিধান পরিবর্তন করে ক্ষমতা পাকাপোক্ত করার পায়তারা করছে, অনতিবিলম্বে সংবিধান পরিবর্তন করতে হবে, দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবেনা, তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে, জনগণকে রাস্তায় নেমে আসতে হবে, বিরোধী দলকে দমনের নীল নকশা তৈরি করেছে এ সরকার"।

সমাবেশের শেষ সময়ে এসে আওয়ামীলীগ মোকামতলা বন্দরে মিছিল বের করলে পুলিশ মিছিল ঠেকিয়ে দেয়। গণতন্ত্র মঞ্চের নেতারা পথসভা শেষে বগুড়ায় ফেরার সময় মোকামতলা বন্দরে বাঁধারমূখে পরলে পুলিশ তাদের গাড়িবহরকে নিরাপদে পার করে দেয়।