চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানে অবৈধ গ্যাস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ নভেম্বর) সকালে অবরোধ প্রতিরোধের ডিউটিরত অবস্থায় হঠাৎ নজরে আসলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জরিমানায় দণ্ডিত হলেন - আব্দুস সাত্তার।তিনি অভিযানস্থলে গ্যাস রিফিলিং এর কাজে নিয়োজিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী গণমাধ্যমকে জানান, অবৈধভাবে গ্যাস বিক্রিতে জড়িত থাকার অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, অবরোধের ডিউটি চলাকালীন সময়ে হঠাৎ বিষয়টি নজরে আসলে পূর্বপ্রস্তুতি ছাড়া অভিযান পরিচালনা করায় কাভার্ডভ্যান দুটি জব্দ করা যায়নি।তবে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।