চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা পাশাপাশি তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) ভোররাত ৪ টার সময় সাতকানিয়া মডেল মসজিদের নিকটে এই ঘটনা ঘটে।
বিএনপি জামাত ও সমমনা দলগুলোর ৪৮ ঘন্টার ডাকা হরতালের দ্বিতীয় দিনে ভোররাতে সাতকানিয়ার কেরানীহাটের মডেল মসজিদের নিকটে নিজস্ব ডিপোতে পার্কিংয়ে রাখা তিন বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।আগুন দেওয়া তিনটি বাসের মধ্যে দুইটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের আরো দুইটি টিমের চেষ্টায় একঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, ভোর রাতে মোটরসাইকেল যুগে এসে দাড়িয়ে থাকা তিনটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাদেক হোসেন বলেন, ভোররাত ৪ টার সময় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সাতকানিয়া ফায়ার সার্ভিস।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর বলেন, ভোররাতে ডিপোর ভিতরে থাকা তিনটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।ডিপোতে নাইটগার্ড থাকার পরেও কে বা কারা আগুন লাগালো সেই বিষয়ে কোন তথ্য দিতে পারেনি তারা।তবে আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি।