চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিক সংগঠন "সাতকানিয়া সাংবাদিক সমিতি"র আত্মপ্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া সাংবাদিক সমিতি গঠন করা হয়।দীর্ঘদিন ধরে নানা কর্মসূচিতে সংগঠনটি কার্যক্রম চালিয়ে আসলেও আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।এসময় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জরুরি বৈঠকে উপস্থিত সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে আহ্বায়ক কমিটি নির্বাচন করা হয়।কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন এনটিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর,যুগ্ম-আহ্বায়ক ভোরের কাগজের প্রতিনিধি নাজিম উদ্দীন,সদস্য সচিব মোহাম্মদ নাসির।এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন - দৈনিক বায়ান্ন পত্রিকা ও আওয়ার নিউজ প্রতিনিধি জোবাইর বিন জিহাদী,বাংলাদেশ টুডে প্রতিনিধি রমজান আলী,ভোরের ডাকের নুরুল আমিন,আমাদের সময় ও চাটগাঁর সংবাদের ইকবাল হোসেন ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মিজানুর রহমান রুবেল।
সংগঠনটির কার্যক্রম বৃদ্ধির জন্য আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং তিন মাস শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানায় সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবর বলেন, আমরা কারো প্রতিপক্ষ কিংবা বিরোধ নয় বরং ঐক্যবদ্ধ হতে সাতকানিয়া সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে।দেশের প্রতিটি জায়গায় আজ সাংবাদিকরা নির্যাতিত।সাংবাদিক নির্যাতনের দৃশ্য মুছে দিতে এবং সাংবাদিকদের কল্যাণে সাতকানিয়া সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে।এই জনপদের সাংবাদিকদের জন্য সংগঠনটি কাজ করে যাবে ইনশাআল্লাহ।