ঢাকার আশুলিয়ায় সাবেক সেনাকর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রফিক (৪০), ওহাব তালুকদার (৩৯), স্বপন মিয়া (৪০) ও মো. রুবেল (৩০)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।
শাহীনুর কবির বলেন, গত ১৬ অক্টোবর রাতে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় সার্জেন্ট (অব.) মো. জহিরুল ইসলামের বাড়িতে ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির নারী সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ওই বাড়ির মালিক বাদী হয়ে ১৮ অক্টোবর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জরিত ৮ ডাকাতকে শনাক্ত করা হয়।
শনাক্তের পর গতকাল বুধবার রাজধানীর কামরাঙ্গিরচর থেকে ডাকাত দলের সদস্য স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে ওহাবের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার রফিককে গ্রেপ্তার করা হয়। এরপর ডাকাত সর্দারের দেওয়া তথ্যেমতে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের সর্দার রফিক। তারা প্রতিবেশির বাড়িতে মূলত ডাকাতি করে থাকে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার ওই বাড়িতে ওইদিন কোন পুরুষ লোক ছিল না বিষয়টা রফিক ভালো করেই জানতো। এই সুযোগে ওই বাড়িতে ডাকাতি করে তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার চার ডাকাতকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বায়ান্ন/একে