২০১৮ সালের ১০ জুন সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই হিসাবে সিলেট সিটির নির্বাচনের বাকি মাত্র এক বছর। ওই সময়ের নির্বাচনে অংশ নেয়ার জন্যে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা নানানভাবে জানান দিচ্ছেন মেয়র পদে নির্বাচন করার। দলীয় মনোনয়নলাভে এখন থেকেই লবিং গ্রুপিং শুরু করেছেন অনেকে। আওয়ামী লীগের সম্ভাব্য তালিকায় আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির, যুগ্ম সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ডা. শিপলুসহ অনেকেই। কিন্তু সিলেট সিটির পরবর্তী মেয়র হওয়ার বিষয়ে পাওয়া গেছে চমক সৃষ্টি করা তথ্য।
আওয়ামী লীগের দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে সিলেট সিটির পরবর্তী মেয়র হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শফিউল আলম চৌধুরী নাদেল। নাদেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি দিয়ে শুরু করা নাদেলকে নিয়ে দলীয়ভাবে নানান হিসেব নিকেশ করা হচ্ছে। সিলেট সিটির মেয়র আসনটিতে জয় ছিনিয়ে আনার জন্যে আওয়ামী লীগ কর্মপরিকল্পনাও গ্রহণ করছে। যদিও ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এই অবস্থায় আওয়ামী লীগের প্রার্থীর জন্যে ওই অবস্থা হবে সুবর্ণ সুযোগ।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ছাত্র রাজনীতি দিয়ে শফিউল আলমের রাজনীতি শুরু হয়েছে। ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে।
১৯৮৭ সালে সিলেট এম.সি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
ছাত্ররাজনীতির দীর্ঘ সময়ে তিনি এরশাদ বিরোধী আন্দোলন, বহুজাতিক তেল-গ্যাস কম্পানী “সিমিটা’র” বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করেন এবং নেতৃত্ব দান করেন।
সর্বশেষ ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম ও আন্দোলনের অভিযোগে কারাবরণ করতে হয় তাকে।
শফিউল আলম চৌধুরী নাদেল কুলাউড়ার প্রখ্যাত একটি আধ্যাত্মিক পরিবারের সন্তান। তিনি এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি (রহ.) এর নাতি।