সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে একই বাড়ির তিনটি ঘর আগুনে পুড়েছে। বুধবার দুপুর ১টা ৩৭ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট ফায়ার সার্ভিসের উপ পরিচালক দুলাল মিয়া জানান, দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় ১০ মিনিট চেষ্টা চালায় দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতি ও উদ্ধারের পরিমাণ কতটাকা সে হিসেব পরে জানানো হবে বলে জানান তিনি।