ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বন্দরবাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী জীবন রানাকে (২২) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জীবন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানাধীন টেনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

বুধবার সকালে গ্রেফতারকৃত জীবনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জীবনকে গ্রেফতার করেছে। সে কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছে।