ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে কারখানার সামনে মিললো লাশ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ ০৬:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানাধীন পাঠানটুলায় একটি কারখানার সামন থেকে এক অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন  বলেন- স্থানীয়রা জানিয়ছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার দুপুরে পাঠানটুলার রহমান ধান ও মসলা মিলের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।