ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১২:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত হবিগঞ্জে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বুধবার রাতে সিলেট নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল। জিন্দাবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও আজহার আলী অনিক।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আদিল আহমদ রিমন, জামাল আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ রনি, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বজিৎ দেব শেখর, আশিকুর রহমান তারেক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমদ চৌধুরী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমদ নাহিদ, জেলা ছাত্রদলের সহ-সমবায় সম্পাদক আমজাদ আলী ফাহিম, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সবুজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক আবু সালেহ, যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমন, ছাত্রদল নেতা একরাম হোসেন, হেলিম হোসেন, হারুন মিয়া, আরিফুল হক রনি, আব্দুস সালাম আজাদ প্রমুখ।