ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১০:৪৯:০০ অপরাহ্ন | রাজনীতি


 
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্দশী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অধ্যাপক জাকির মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি নজির আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরূপ রায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপদেষ্টা কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি প্রদিব কুমার দেব, প্রিন্সিপাল মোছাম্মৎ সেনুয়ারা আক্তার চিনু, শামিমা আক্তার লস্কর ঝিনু, রোটারিয়ান আব্দুল বাছিত ও রোটারিয়া ডাঃ রনজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, গোপাল লাল রায় ও অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নকিব হাসান, নার্গিস সুলতানা রুমি, এডভোকেট মনির উদ্দিন ও অমর ইসলাম ফয়ছল, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রজিৎ তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল হক ও জুঁই ইসলাম, কোষাধ্যক্ষ ফারুক আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা বেগম, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি, যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক তিনু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজ্জাকুজ্জামান চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সানী, সমাজসেবা সম্পাদক রুহুল আমিন, সহ-সমাজসেবা সম্পাদক সৈয়দ মোশাররফ আলী তহিন, তথ্য প্রযুক্তি সম্পাদক মইনুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোটারিয়ান বাবুল দেব, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান জিল্লুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহদি জয়, সদস্য- বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মিয়া কাঞ্চন, ফারহানা বেগম হেনা, অভিজিৎ পাল, মুক্তা পারভিন, তৃষ্ণা চক্রবর্তী, পেশাজীবী পরিষদের ফকির মাহমুদা প্রমুখ।

এছাড়াও সিলেট মহানগর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অভিষেক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।