ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের গোয়াইনঘাট তামাবিল সড়ক থেকে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী নাজমুল হক (৩৩) নামের এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৯১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল গোয়াইনঘাট থানাধীন শান্তিনগর গ্রামের সিরাজুল হকের ছেলে।

বুধবার  দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতারকৃত নাজমুলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে র‌্যাব।