সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকাস্থ লাউয়াই পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ-নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার জন্য পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ বক্সের উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ)শফিকুল ইসলাম মহোদয়, উপ-পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সুহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ইএনডি) নায়হানুল বারী ও দক্ষিণ সুরমা থানার ওসিসহ পুলিশ সদস্যবৃন্দ।