ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

সিলেট সাইবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর হলেন মাধব

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ৩ জানুয়ারী ২০২৪ ০৬:৩১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।

 আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগ ২৭ ডিসেম্বর প্রদত্ত এক আদেশে এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব কে সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব ২০০৯ সাল থেকে ২২ মে থেকে ২০২৩ সাল পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবনে ১৯৮৩ সালে তিনি ছাত্রলীগ কুচাই ইউনিয়ন শাখার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে এমসি কলেজ ছাত্রলীগ ও পরে সিলেট ল' কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। তিনি সিলেট ল' কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার কর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট এর সদস্য সচিব।

 সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডঃ একেএম আব্দুল মোমেন ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।